ঊনিশ শতকের দুজন মহিলা কবির অবদান সংক্ষেপে লেখো।

Syed Sohali
0

ঊনিশ শতকের দুজন মহিলা কবির অবদান সংক্ষেপে লেখো। Burdwan University|পূর্ণমান-১০


ঊনিশ শতকের দুজন মহিলা কবির অবদান সংক্ষেপে লেখো


উত্তর:- ঊনিশ শতাব্দীর বাংলার গীতি কবিতা রচনার ক্ষেত্রে মহিলা কবিদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গীতি কাব্যের ধারায় গিরিন্দমোহিনী দাসী এবং কামিনী রায় ঊনিশ শতকের মহিলা কবি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছে। সাধারণ ভাবে মহিলা কবিরা গীতি কবিতার আঙিনায় পারিবারিক সামাজিক অশ্রু বিহল কাহিনী নিয়ে কাব্য রচনা করেছেন। গীতি কাব্যের ধারায় মহিলা কবিরা সংসার জীবনের সুখ দুঃখে বিশেষ বাতাবরণ তৈরী করেছেন। মহিলা কবিদের কবিতার ভাষা সাধারণের ভাষা অগ্নিনিবেদনের সুর করুণভাবে বেজে উঠেছে। ঊনিশ শতকে মহিলা কবির মধ্যে গিরিন্দ মোহিনীর নাম সর্বাগ্রে উল্লেখ করতে হয়। করুন রসের স্পর্শে এবং গভীর আন্তরিকতায় গিরিন্দমহিনীর কথা সমুজ্জল হয়ে উঠেছে। গ্রাম্য-সহজ-সরল জীবনকে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ গুলি হলো---- (১)কবিতহার-১৮৭৩
                           (২)ভারতকুসুম-১৮৮২
                           (৩)অশ্রুকনা-১৮৮৭
                           (৪)আভাস-১৮৯০
                           (৫)শিখা-১৮৯৬
                           (৬)অর্ঘ-১৯০২
                           (৭)স্বদেশিনী-১৯০৬
                           (৮)সিন্ধুগাঁথা-১৯০৭           
                  গিরিন্দমোহিনী নিজে উচ্চ শিক্ষিত না হলেও পিতা হারান চন্দ্র মিত্রের কাছে ইংরেজি কবিতার ব্যাখ্যা শুনে কবিতা লিখতেন। গ্রাম্য প্রকৃতির বর্ণনায় কবির প্রিয় বিষয় ছিলো অশ্রুকনা কাব্যে গ্রাম্য প্রকৃতির ছোঁয়া নিপুন ভাবে ফুটে উঠেছে-----
"পুকুরে নির্মল জল                                 ঘেরা কল্মীর দল
                                 হাস দুটি সন্তরণ।''
                   ঊনিশ শতকের মহিলা কবির মধ্যে গিরিন্দমোহিনী দাসী কাব্য কবিতায় গ্রামীণ পরিবেশের নির্মল চিত্র বিশেষ ভাবে ফুটে উঠেছে।
কামিনী রায়:- কামিনী রায়ের কবিতার কেন্দ্রীয় বিষয় হলো প্রেম বা ভালোবাসা। কামিনী রায়ের কবিতায় প্রেম চেতনার দুটি দিক বিশেষভাবে ফুটে উঠেছে। যথা অকারণ বিরহ বিষ্ণতা প্রেমের রহস্যময়তা, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ায় তার প্রেম কাব্যে প্রাচ্য ও পাশ্চাতের ভাবনা যুক্ত হয়েছে। নারী হৃদয়ের মাধুর্য ও জিজ্ঞাসা সৌন্দর্য আকাশ রামধনু আকাশের মতো নানা রঙ্গের নানা ভাবে ছড়িয়ে পড়েছে তার প্রেমে ক্লান্তি নেই, নৈরস্য নেই। আছে শুধু অগাধ আশার ছলনা-----
                  ''তোমার কণ্ঠের স্বর তার দৃষ্টি খানি
                    মনে হয় আমি যেন চিরদিন জানি।'' 
কামিনী রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:- ঊনিশ শতকের মহিলা কবি হিসেবে কামিনী রায় বেশ কিছু কাব্য রচনা করেছে, সেগুলি হলো---(১)আলোছায়া-১৮৮৯
                        (২)নির্মল্য-১৮৯১
                        (৩)মাল্য ও নির্মাল্য-১৯১৩
                        (৪)অশোক সঙ্গীত-১৯১৩
               কামিনী রায়ের কিছু কবিতায় গীতিকবিতার সুর হৃদয় বেদনায় বেজে উঠেছে, আসলে কবি তার হৃদয় ভাবনা দিয়ে ভালোবাসার বাতাবরণ তৈরী করতে চেয়েছেন। 

                               -----------------
                 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top