বিহারী লালের সারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।

Syed Sohali
0

বিহারী লালের সারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। (Burdwan University) পূর্ণমান-5 

বিহারী লালের সারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও


উত্তর:-গীতিকাব্যের স্বার্থক কবি হলেন বিহারিলাল চক্রবর্তী। বিহারিলালের 'সারদামঙ্গল'(১৮৭৯)। সারদামঙ্গল কাব্যটি ৫ টি স্বর্গে ৭ টি গান নিয়ে এই কাব্যের আখ্যান গড়ে উঠেছে। কবি বিহারিলাল সারদামঙ্গল কাব্যকে তিনটি সত্তাই দেখেছেন। কবির কাছে সারদা কখনো জননী কখনো কন্যা কখনো প্রেয়সী। আসলে কবি প্রকৃতির ছবিকে অপূর্ব রসমূর্তিতে প্রাণ দান করেছেন। তাই কবির কাছে রূপশ্রী সারদা সৌন্দর্যের পূজারী আনন্দ রূপিনি স্বাধকের মনের কামনা।
                              কবি বিহারিলাল সারদামঙ্গল কাব্যে বাল্মীকির পূর্ব কাল ও পরকালের কথা বলেছেন। অন্যদিকে কবি সারদামঙ্গলে নন্দন কাননের বর্ণনা দিয়েছেন। বিহারিলাল সারদার সৌন্দর্যকে রূপময় করে হিমালয় এর পটভূমিকায় তুলে ধরেছেন। কবির কাছে সারদা-----
                          ''তুমিই মনের তৃপ্তি 
                           তুমি নয়নের দীপ্তি।''
                  কবি বিহারিলাল প্রেয়সী সারদাকে আপন হৃদয়ে স্থান দেওয়ার জন্য স্বর্গ মত্ত পাতাল জুড়ে সারদার অন্বস্বন করেছেন। তাই কবির কাছে সারদা প্রেম কাব্যের ব্যক্তি মানুষের হৃদয় যন্ত্রনাকে চিরন্তন করে তুলেছেন। তাই সারদামঙ্গলের সৌন্দর্য কবির অনুভূতির প্রকাশ অতি আধুনিক ও রোমান্টিক।
     
                             ----------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top