//•জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো।
=}১৮৩০ সালে ২৬ জুলাই থেকে ২৯ জুলাই সময় কালে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।
এই জুলাই বিপ্লব কে ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় ফরাসী বিপ্লব নামে পরিচিত। যে সমস্ত কারণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল সেগুলি হল -
•প্রথমতঃ জুলাই বিপ্লবের সংঘটিত হওয়ার ফলে ফ্রান্সের রাজা দশম চালর্শের হাত থেকে ক্ষমতা চলে যায়।
•দ্বিতীয়তঃ দশম চালর্শের ক্ষমতা চলে যাওয়ার ফলে লুই ফিলিপ সিংহাসনে বসেন।
•তৃতীয়তঃ সাংবিধানিক জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা ।১৮৩০ সালে দশম চালর্শের অস্তিত্ব বিপন্ন ও লুই ফিলিপের সিংহাসনে আগমন এটি ফ্রান্সের ইতিহাসে একটি ওত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
•চতুর্থতঃ জুলাই বিপ্লবের গুরুত্ব ছিল যে। জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার প্রাই এক মাসের মধ্যে বেলজিয়াম বিপ্লব সংঘটিত হয়েছিল। সমগ্ৰ বেলজিয়াম রাজ্যর দাবি গড়ে ওঠে।এই জুলাই বিপ্লব বিভিন্ন বিপ্লব কে উৎসাহিত করেছিল। এমন কি পোল্যন্ডেও পর্যন্ত বিপ্লব সুরু হয়।
•পঞ্চমতঃ জুলাই বিপ্লবের ফলে দশম চালর্শের অস্তিত্ব বিপন্ন ও লুই ফিলিপের আগমন এটা ফ্রান্সের ইতিহাসে কোনো সাধারণ ঘটনা ছিল না।
জুলাই বিপ্লবে বুর্যুয়া শ্রেনীর ক্ষমতা প্রতিহত করতে পারে নি। জুলাই বিপ্লবে লুই ফিলিপের শাসন ব্যবস্থা বুর্যুয়া শ্রেনীর কাছে গ্রহণযোগ্য ছিল। লুই ফিলিপ বুর্যুয়াদের রাজা রুপে খ্যাতি লাভ করেন।
লুই ফিলিপ ফ্রান্সের শিল্পি ভিওিক রাষ্ট্রে পরিণত করেন। ফ্রান্সের সকল শিল্প বাণিজ্য ব্যবস্থা প্যরিস কে কেন্দ্র করে গড়ে উঠেছিল।