বাংলায় সেন বংশের পতনের প্রধান কারণ গুলি কি কি? Burdwan university

0

বাংলায় সেন বংশের পতনের প্রধান কারণ গুলি কি কি? Burdwan university (পূর্ণমান-৫)





 উওর:- সমাজ ও ইতিহাসের আমোঘ নিয়মে, ইতিহাসচক্রের জটিল ও আমোঘ আবর্তনে বাংলার ইতিহাসে সামন্তসেল প্রতিষ্ঠিত সেন বংশ পতনের দিকে অগ্রসর হয়। এর পিছনে প্রধান কারনগুলি হল -

[1] বখতিয়ার খলজীর বাংলা জয় :- বাংলা সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনের রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল তুকি নায়ক মহম্মদ ঘোড়ীর অনুচর ইখতিয়ারউদ্দীন মহমদ -বিন- বখতিয়ার খলজির বাংলা-বিহার জয় । এই ঘটনার পঞ্চাশ বছর পর তুর্কি ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ লোকমুখে শুনে তাঁর 'তবকত-ই-নাশিরি'  গ্রন্থে এই ঘটনা লিপিবাধ করেছেন। ১৯৯০ খ্রিঃ তিনি বিহার জয় করে তদন্তপুরী বিহারটি ধ্বংস করেন।

[2] লক্ষণ সেনের ভীরুতা :- ১২০১ খ্রিঃ মূল সেনাবাহিনীকে পিছনে রেখে তুর্কি বনিকোর ছদ্মবেশে মাত্র সতেরো (বা আঠারো) জন মূল অশ্বরোহী সেনা নিয়ে বখতিয়ার খলজি বাংলার রাজধানী নবদ্বীপে প্রবেশ করেন। দুপুরবেলা সম্রাট, রাজ প্রাসাদের অন্যান্য মানুষ জন ও রক্ষীরা যখন স্নানাহারে ব্যাস্ত তখন তারা প্রাসাদে ঢুকে পড়ে হত্যাকাণ্ড শুরু করে। এই অবস্থায় মূল সেনাদলের অনেকেই তখন নগরে প্রবেশ লুঠতরাজ শুরু করে। এই অবস্থায় সম্রাট লক্ষন সেন মধ্যাহভোজন অসমাপ্ত রেখে নগ্নপদে রাজ প্রাসাদে খিরকি দরজা দিয়ে নৌকাযোগে পূর্ববঙ্গের বিক্রমপুরে পলায়ন করেন। বিনাযুদ্ধে লক্ষন শেনের নদীয়া ত্যাগের ঘটনাকে অনেকে তাঁর কাপুরুষতা বলে চিহ্নিত করে|

[3] সামন্তরাজাদের স্বাধীনতা  :- সেনরাজাদের দুর্বলতার সুযোগে দক্ষিণ ও পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে সামন্তরাজারা স্বাধীনতা ঘোষনা করে। ফলে সেন  সাম্রাজ্য দুর্বল হয়ে পরে|

 [4]সমন্বয়ের অভাব :- সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তাঁরা কঠোর সামাজিক ও ধর্মীয় অনুশাসন জারি করেন। এর ফলে নিম্নবর্গ এ উচ্চ বর্ণের মানুষের মধ্যে দুরত্ব বৃদ্ধি পায়। এই সামাজিক সমন্বয় অভাব সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। 

[5]দুর্বল উওরাধিকারী:- লক্ষণ সেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপ সেন (১২০৬-১২২৫ খ্রিস্টাব্দ) এবং কেশব সেন পরপর সিংহাসনে বসেন |দক্ষিণ ও  পূর্ববঙ্গ যে তাঁদের অধিকারে ছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁরা উভয়ই গৌড়েশ্বর উপাধি গহণ করেন। কেশব সেনের পরেও কয়েকজন সেন রাজা সিংহাসনে বসেন, তবে তাঁরা গুরুত্বহীন ছিলেন এবং তাঁদের সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং মুসলিম আক্রমণের ফলেই শেষ পর্যন্ত সেন শাসনের অবসান ঘটে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top